বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক তিন যুবক হলেন- উপজেলার ফুলকোট গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৯) ও রহিমাবাদ এলাকার আব্দুল মান্নানের ছেলে আরেফিন (২৫) ও নিশাত (২১)।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে উপজেলার ‘বি’ ব্লক ও ‘সি’ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, ফেসবুকে আড্ডা নামে এক গ্রুপে রাব্বি হাসানের সঙ্গে শেরপুর উপজেলার বাসিন্দা ওই নারীর পরিচয় হয় গত ৪ থেকে ৫ মাস আগে। সেই পরিচয়ের সূত্র ধরে মঙ্গলবার (১৪ জুলাই) ‘বি’-ব্লকে রাব্বির সঙ্গে মেয়েটি দেখা করতে যায়। ওই সময় রাব্বি মেয়েটিকে ফুঁসলিয়ে একটি বাড়িতে নিয়ে বন্ধুরা মিলে ধর্ষণ করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, আমরা তিন অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকটিম বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। বাকি অভিযুক্তদের দ্রুত আটকে অভিযান চলছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
ওএইচ/