ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীর চরাঞ্চলের দরিদ্রদের খাদ্য সামগ্রী দিল র‍্যাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, জুলাই ১৫, ২০২১
রাজশাহীর চরাঞ্চলের দরিদ্রদের খাদ্য সামগ্রী দিল র‍্যাব ছবি: বাংলানিউজ

রাজশাহী: মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন র‍্যাব-৫।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে মহানগরীর হাইটেক পার্ক মাঠে প্রায় সাড়ে ৩০০ চরাঞ্চলের দরিদ্র মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার।

তাদের মধ্যে সাড়ে তিন হাজার কেজি চাল, ৭০০ কেজি ডাল, ৭০০ লিটার তেল, চিনি ৩৫০ কেজি, লবণ ৩৫০ কেজি, নুডুলস ৩৫০ প্যাকেট, সেমাই ৭০০ প্যাকেট, ম্যাচ ৩৫০ ডজন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যদের মধ্যে র‍্যাব-৫ উপ-অধিনায়ক মেজর মোর্শেদ, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রাব্বি মুঞ্জিলসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ১৫ জুলাই, ২০২১
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।