ঢাকা: বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের পক্ষ থেকে করোনাকালে ক্ষতিগ্রস্ত (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার) জনসাধারণের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে চাল, ডাল, আলু, তেলসহ ৪০ টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ কার্যক্রমে পৃষ্ঠপোষকতা দিয়েছে আবুল খায়ের গ্রুপ।
ফোরামের সভাপতি বেলায়েত হোসেন বলেন, করোনা বিস্তাররোধে বিধি আরোপের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ফোরামের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী দিনগুলোতে ফোরামের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এ আয়েজনে সহযোগিতা করার জন্য আবুল খায়ের গ্রুপের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সংগঠনের মহাসচিব মো. ইমরান জানান, করোনায় আক্রান্ত পরিবারের সহযোগিতায় ফোরামের লক্ষ্য অনুযায়ী সামাজিক কল্যাণমূলক কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
করোনাকালে কর্মসংস্থান হারিয়ে ফেলা ব্যক্তিদের আরো কীভাবে সহযোগিতা করা যায় সে ব্যাপারে ফোরামের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি এ আয়েজনে সহযোগিতা করার জন্য আবুল খায়ের গ্রুপ ও সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী বিতরণের জন্য নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
এএটি