ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ঢুকছে গরু বোঝাই গাড়ি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, জুলাই ১৪, ২০২১
রাজধানীতে ঢুকছে গরু বোঝাই গাড়ি

সাভার (ঢাকা): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখন থেকেই কোরবানির পশু বোঝাই গাড়ি রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ঢুকছে।  

বুধবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীতে প্রবেশের উত্তরাঞ্চলের পথ আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় ও নবীনগর ত্রিমোড় এলাকা দিয়ে গরু, মহিষ, ছাগল, ভেড়াবাহী অসংখ্য পিকআপ ভ্যান ও ছোট বড় ট্রাক ঢুকতে দেখা গেছে।

জানা গেছে, মঙ্গলবার (১৩ জুলাই) রাত থেকেই অল্প করে গরু বোঝাই পরিবহন চলতে শুরু করেছে। সকাল থেকে সড়কে গরুবাহী গাড়ির চাপ বেড়েছে।

উত্তরার একটি পশুর হাটে গরু নিয়ে যাচ্ছেন খামারি রমজান ও পাইকার মিল্লাত। রমজানের খামারের আটটি গরু ও মিল্লাতের কেনা ছয়টি গরুসহ মোট ১৪টি গরু নিয়ে যাচ্ছেন তারা।  

রমজান বলেন, আমরা সিরাজগঞ্জ থেকে ভোর ৪টার দিকে ট্রাকে গরু তুলে রওনা হয়েছি। যাব উত্তরায়। সেখানে একটি পরিচিত হাটে এগুলো বিক্রি করব।

সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, সড়কে গাড়ির চাপ এখন তেমন নেই। মঙ্গলবার থেকে কয়েকটি গরুবাহী গাড়ি সড়কে দেখা গেছে। বুধবারও ভালোই চলছে গরু বোঝাই পরিবহন। দুই-একদিনের ভেতর চাপ বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ