ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দরিদ্র, বেকার, রিকসা ও ভ্যান চালক, ফুটপাথের হকারসহ এক হাজার পরিবারেকে খাদ্য সহায়তা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
বুধবার (১৪ জুলাই) দিনব্যাপী রাজধানীর তেজগাও, মহাখালী ৭ তলা বস্তি, করাইল বস্তি, বাড্ডা সাতারকুল, রামপুরা, মীরাজীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ রিভারভিও চেকপোস্ট এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সহায়তার প্রতিটি বস্তায় ১০ কেজি চাল, ৪ কেজি আটা, ৩ কেজি আলু, ১ কেজি ডাল এবং আধা লিটার সেয়াবিন তেল দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনার কাজ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ চিকিৎসা টিমের সমন্বয়কারী অধ্যাপক ডা. শওকত আরমান, গণস্বাস্থ্য কেন্দ্রের মানব সম্পদ বিভাগের সহকারী কর্মকর্তা শাহনাজ পারভীন, মীরাজীবাগ এলাকার সমাজ সেবক মোজাম্মেল হক মাস্টার, মহাখালী ও রামপুরা এলাকায় সামাজিক সংগঠন খুশীর ঠিকানার সদস্যরা।
ত্রাণ বিতরণকালে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, দু:খী মানুষের দুর্দশা লাঘবে গণস্বাস্থ্য কেন্দ্র কাজ করে যাচ্ছে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই গণস্বাস্থ্য কেন্দ্র মানুষের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে। গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণ তহবিলে বিত্তবানসহ যেকোনো মানুষ সাহায্য করতে পারেন। আপনারা নিজে দান করুন, অন্যকে দান করতে উৎসাহিত করুন।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
আরকেআর/এমআরএ