কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী জুয়েলকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জুলাই) দিনগত রাতে উপজেলার কুর্শা এলাকা থেকে জুয়েলকে আটক করা হয়।
এর আগে, মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার কামালপুর এলাকায় স্বামী জুয়েল নিজ ঘরে স্ত্রী জেসমিনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে জেসমিনের মরদেহ উদ্ধার করে।
জুয়েল উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা।
অন্যদিকে নিহত জেসমিন আক্তার (৩২) উপজেলার দামপাড়া ইউনিয়নের সাহেবের হাটি গ্রামের মৃত সাহেব উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উপজেলার কামালপুর গ্রামের জুয়েলের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় জুয়েল নিজ ঘরে জেসমিনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত জেসমিনের মা রুমা আক্তার বাদী হয়ে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এসআই