ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৫, জুলাই ১৩, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ইউসুফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আলাকপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ওই এলাকার সেন্টু মিয়ার ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, বিকেলে ইউসুফ বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে খেলাধুলা করছিল। এ সময় আখাউড়া থেকে আসা একটি মাইক্রোবাস ইউসুফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন ইউসুফকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ঘাতক মাইক্রোবাসটি শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।