ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

কাজিপুরে ভিজিএফের ১১শ' কেজি চাল উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, জুলাই ১৩, ২০২১
কাজিপুরে ভিজিএফের ১১শ' কেজি চাল উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফুডিং) কর্মসূচির ১১শ' বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশসান।  

এ সময় আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে কাজিপুর পৌর এলকার আলমপুর চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমপুর চৌরাস্তা মোড়ের সবুজ ফার্নিচার নামে একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকান থেকে ভিজিএফ কর্মসূচির ২২ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি ওজনের) চাল উদ্ধার করা হয়। সরকারি বস্তায় মোট ১১শ’ কেজি চাল রয়েছে। এ সময় সবুজ ফার্নিচারের মালিক আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।  

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।