গাইবান্ধা: গাইবান্ধার সদর উপজেলায় নেশার টাকা না পেয়ে খাদিজা বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছেন তার মাদকাসক্ত ছেলে শাওন (২৫)।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
এর আগে সোমবার (১২ জুলাই) রাতে
সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের থানসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খাদিজা বেগম ওই গ্রামের পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদেক আলীর স্ত্রী।
বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফিরোজ কবীর জানান, সাবেক পুলিশ কর্মকর্তা সাদেক আলীর ছেলে শাওন মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি তার মা-বাবাকে নির্যাতন করে আসছিলেন। সোমবার রাত ১০টার দিকে নেশার টাকা না দেওয়ায় বাবা-মার সঙ্গে তার ঝগড়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে খাদিজার কাছে টাকা চান শাওন। কিন্তু টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে গুরুতর আহত করেন তিনি। এ অবস্থায় প্রতিবেশীরা খাদিজাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
ওসি মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হচ্ছে। ঘটনার পর থেকে শাওন পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এসআই