ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

ঘোড়াঘাটের ৩০০ অসহায় পরিবারকে ত্রাণ দিল শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, জুলাই ১২, ২০২১
ঘোড়াঘাটের ৩০০ অসহায় পরিবারকে ত্রাণ দিল শুভসংঘ

দিনাজপুর: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় ৩০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। আজ সোমবার ঘোড়াঘাট কে সি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।

কাসিদা খাতুন নামের এক বৃদ্ধা বলেন, 'হামার ছইলপোইল কেউ নাই বাবা। কামাই রোজগার নাই। তোমার ত্রাণ পায়ায়া হামরা খুব খুশি। আল্লা তোমাল্লার ভালো করুক। এলা ত্রাণ দিয়া হামার ঢেইল্লা দিন চলি যাইবে। '

বদিরুল আরিফিন নামের আরেক উপকারভোগী বলেন, 'হামার এদিকে কেউ এসব ত্রাণ দেয় না। হামার খোঁজখবর কেউ নেয় না। এইলা ত্রাণ পায়া হামার খুব উপকার হইল। কয়দিন পেট ভরি খাবা পারিম বায়। '

রহিম উদ্দিন বলেন, 'হামার বয়স হয় গেইছে। কাজ কামও করার বল নাই। করুনায় ছুয়াডাও কাজ পায় না। বসুন্ধরা গ্রুপ হামাক খাবার দাবার দিল খুব উপকার হইল হামার। ' 

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, শুভসংঘের দিনাজপুর জেলা শাখার সভাপতি রাসেল ইসলামসহ রশিদুল ইসলাম, শরিফুল ইসলাম শরিফ, ইয়াসির আরাফাত রাফি, দিনাজপুর সরকারি কলেজ শাখার হুমায়ুন পারভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।