ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

ওয়াসা-গণপূর্তসহ ১৭ ভবনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, জুলাই ১২, ২০২১
ওয়াসা-গণপূর্তসহ ১৭ ভবনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ঢাকা: এডিস মশার লার্ভা পাওয়ায় ওয়াসা ও গণপূর্তের মালিকানাধীন ৩ ভবনসহ ১৭ ভবনকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (১২ জুলাই) দিনব্যাপী ডিএসসিসির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ডিএসসিসির ৫ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) ও করপোরেশনের সম্পত্তি বিভাগের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

করপোরেশনের অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জোর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ১০নম্বর ওয়ার্ডের মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন এলাকার ৫০টি ভবন পরিদর্শন করেন। এ সময় রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন টেলিকম ভবনের বিপরীত পাশে ওয়াসা ও গণপূর্তের নির্মাণাধীন ৩টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনগুলোর নির্মাণ কার্যক্রমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩ মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিন অভিযানে ৬টি ভ্রাম্যমাণ আদালত মোট ১৯৯টি ভবন ও নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেন এবং ১৭টি ভবনে মশার লার্ভা পাওয়ায় সর্বমোট ১৭ মামলায় ৩ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।