ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে ৯০ কোটি টাকার সাপের বিষ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, জুলাই ১২, ২০২১
হবিগঞ্জে ৯০ কোটি টাকার সাপের বিষ জব্দ

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলা থেকে ৯০ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ ও দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া গ্রুপে সোমবার (১২ জুলাই) সকাল ১০টা ৪৭ মিনিটে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

যদিও পরবর্তীকালে বিজ্ঞপ্তিটি মুছে ফেলা হয়। কিন্তু র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, সাপের বিষ জব্দের বিষয়ে পুনরায় সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হবে।

সকালের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন এলাকা থেকে ৯০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে। পরবর্তীকালে দুপুরে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের মিডিয়া গ্রুপে বলা হয়েছে, অপারেশনটি নিয়ে কিছু আইনগত জটিলতা সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মোবাইলে যোগাযোগ করা হলে বাংলানিউজকে একই কথা জানিয়েছেন র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা ওবাইন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।