ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

কামরাঙ্গীচরে ভবন থেকে পরে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৯, জুলাই ১২, ২০২১
কামরাঙ্গীচরে ভবন থেকে পরে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচরে ভবনের ছাদ থেকে পড়ে ঝর্ণা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে সিলেটিবাজার স্বপন মিয়ার ৪তলা বাড়িতে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
 
ঝর্ণা রিকশাচালক আনোয়ার হোসেনের মেয়ে। তাদের বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়।

নিহতের মা সুরমা আক্তার জানান, বিকেলে বাড়িটির ৪ তলা ছাদে খেলতে যায় ঝর্ণা। সেখান থেকে নিচে পড়ে যায়। আশপাশের লোকজন তাকে দেখতে পেয়ে খবর দিলে মা নিজেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসাধীন অবস্থা নিউরোসার্জারি ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থাতেই তাকে হাসপাতালে আনা হয়েছিলো। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।