ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচরে ভবনের ছাদ থেকে পড়ে ঝর্ণা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে সিলেটিবাজার স্বপন মিয়ার ৪তলা বাড়িতে এ ঘটনা ঘটে।
ঝর্ণা রিকশাচালক আনোয়ার হোসেনের মেয়ে। তাদের বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়।
নিহতের মা সুরমা আক্তার জানান, বিকেলে বাড়িটির ৪ তলা ছাদে খেলতে যায় ঝর্ণা। সেখান থেকে নিচে পড়ে যায়। আশপাশের লোকজন তাকে দেখতে পেয়ে খবর দিলে মা নিজেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিকিৎসাধীন অবস্থা নিউরোসার্জারি ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থাতেই তাকে হাসপাতালে আনা হয়েছিলো। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এজেডএস/আরএ