দিনাজপুর: একসময় দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনে শতাধিক কুলি কাজ করতেন। স্বাধীনতার পরেও এখানে ৫০ জনের বেশি কুলি ছিলেন।
মো. আব্দুল খালেক, নবীর হোসেন, লাল চাঁন, আব্দুল হাই ও আব্দুল হকসহ ২১ জন কুলি দীর্ঘদিন ধরে পার্বতীপুর রেলস্টেশনে কাজ করছেন। রোববার সকালে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় তাদেরকে ত্রাণ দেয় কালের কণ্ঠ শুভসংঘ। এ সময় বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।
তারা বলেন, প্রায় দেড় বছর ধরে কখনো ট্রেন চলে অর্ধেক যাত্রী নিয়ে। কখনও বন্ধ থাকে ট্রেন চলাচল। উপার্জন বন্ধ থাকায় ধারদেনা করে চলছে সংসার। এ সময়ে বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এ জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। একই সঙ্গে কালের কণ্ঠ শুভসংঘের সফলতা কামনা করছি।
সকাল ১১টায় শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন, ভবানীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোবিদুল ইসলাম, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
শুভসংঘ পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি মাহফুজুল ইসলাম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি আবদুল কাদির।
বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এসআরএস