ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মান্দায় আত্রাই নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, জুলাই ১১, ২০২১
মান্দায় আত্রাই নদী থেকে নারীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জুলাই) বিকেলে উপজেলার কালিকাপুর বাজার সংলগ্ন আত্রাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, দুপুরে কালিকাপুর বাজার সংলগ্ন এলাকায় হঠাৎ এক নারীর মরদেহ ভাসতে দেখা যায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন তারা।  
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহটি একজন নারীর। তার পরনে পেটিকোট ও গায়ে প্রিন্টের ব্লাউজ ছিল। বয়স অনুমান ৪০ বছর। ফরেনসিক পরীক্ষার জন্য নওগাঁর সিআইডির একটি টিম নমুনা সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।