ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, জুলাই ১১, ২০২১
নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নওগাঁ: নওগাঁ শহরের চকমুক্তার এলাকা থেকে রবিন হোসেন (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জুলাই) দুপুরে তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রবিন সদর উপজেলার কুশাডাঙ্গা গ্ৰামের আতাউর রহমানের ছেলে।  

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল জানান, নিহত রবিন আল আরাফা ইসলামি ব্যাংকিং মোবাইল শাখায় চাকরি সূত্রে শহরের চক মুক্তার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। বেলা ১১টায় নিজ ঘরেই রবিনকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন। পরে পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।  

তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।