ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

লকডাউনে পিকনিক, পানিতে ডুবে প্রাণ গেল যুবকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৩, জুলাই ১০, ২০২১
লকডাউনে পিকনিক, পানিতে ডুবে প্রাণ গেল যুবকের 

বান্দরবান: লকডাউনে পিকনিক করতে গিয়ে বান্দরবানে ঝিড়ির পানিতে ডুবে রবিউল (১৮) নামে এক যুককের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই) দুপুরে বান্দরবানের রুমা উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরে পলি ঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত রবিউল রুমার মুসলিম পাড়ার মোহাম্মদ ইউনুসের ছেলে এবং পেশায় জিপ চালক।       

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, শনিবার দুপুরে খাওয়া শেষে পাহাড় বেয়ে ওপর উঠে ঝিড়ির পানিতে লাফ দিয়ে আনন্দ করতে থাকেন একদল যুবক। এক পর্যায়ে জিপ চালক রবিউল লাফ দিলে তিনি আর পানি থেকে উঠতে পারেননি। পরে স্থানীয় লোকজন ও সঙ্গীরা খোঁজাখুঁজি করে রবিউলকে ঝিড়ির পানি থেকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে‌ দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, এই ঘটনায় তদন্ত করা হচ্ছে।  

এদিকে উদ্ধার কাজ চালাতে গিয়ে রবিউলের এক সঙ্গী এরফান আহত হন। তাকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।