ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে ২ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
মেহেরপুরে ২ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরে দুইজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এর মধ্যে  একজন করোনা আক্রান্ত হয়ে অন্যজন বার্ধক্যজনিত কারণে।

 
শনিবার (১০ জুলাই) সকালে তাদের মৃত্যু হয়।

এরা হলেন-মেহেরপুর সদর উপজেলার তেঘড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও একই উপজেলার ইসলামপুর গ্রামের মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন।

জানা যায়, আব্দুল মান্নান করোনা আক্রান্ত হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং রফিজ উদ্দিন নিজ বাড়িতে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।  

তেরোঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে ০২ জুলাই মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। শনিবার ভোরে তার মৃত্যু হয়। আবদুল মান্নান দুই স্ত্রী, এক ছেলে পাঁচ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।  

এদিকে মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের ইসলামপুর গ্রামের খোকা সরদারের ছেলে রফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন। রফিজ উদ্দিন স্ত্রী, চার ছেলে, ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অফ অনার দিয়ে দাফন করা হবে। তবে এখন পর্যন্ত সময় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা্, জুলাই ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।