ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মাগুরার মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, জুলাই ৯, ২০২১
মাগুরার মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর শিকাদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৯ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জাফর ওই গ্রামের বাসিন্দা।  

জানা গেছে, দুপুরের দিকে জুম্মার নামাজ পড়ার জন্য গোসল শেষে ঘরের ভেতর থেকে জামা আনতে যান জাফর শিকদার। এ সময় আলনা থেকে জামা নেওয়ার সময় অসাবধানতাবশত পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।