কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক হাজার ২৫০ পিস ইয়াবাসহ মো. কায়েস (৩৩) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।
আটক কায়েস একই জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ডাঙ্গেরগাঁও এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যে ভিত্তিতে দুপুর ১২টার দিকে উপজেলার চরদেওকান্দি এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা কায়েসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ২৫০ পিস ইয়াবা উব্দ করা হয়।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে জানান, আটক কায়েসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এসআরএস