ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

কাপ্তাইয়ে গুলিতে নিহতের পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, জুলাই ৯, ২০২১
কাপ্তাইয়ে গুলিতে নিহতের পরিচয় মিলেছে

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের নারানগিরি বড়পাড়া এলাকায় দু’টি সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে।  

নিহত ব্যক্তির নাম অংথোয়াই সিং মারমা (৫০)।

তিনি উপজেলার রাইখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গবাছড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুনকাপ্তাইয়ে দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়, নিহত ১

শুক্রবার (০৯ জুলাই) সকালে নিহতের স্ত্রী ম্রানাই সিং মারমা এবং তার পরিবারের সদস্যরা এসে নিহত ব্যক্তির মরদেহ শনাক্ত করেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গুলিতে নিহত ব্যক্তির স্ত্রী ম্রানাই সিং মারমা অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চন্দ্রঘোনা থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের মরদেহ দুপুরে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত কাপ্তাই উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের নারানগিরি বড়পাড়া ও মিতিয়াছড়ির আশপাশের এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন মূল জনসংহতি সমিতির সন্ত্রাসী গ্রুপের সঙ্গে মারমা ন্যাশনালিস্ট পার্টির (এমএনপি) সন্ত্রাসী গ্রুপের দফায় দফায় গুলিবিনিময় হয়। এ ঘটনায় ওই ব্যক্তি মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।