ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
নারায়ণগঞ্জে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একদিনে করোনা ভাইরাসে সর্বোচ্চ শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। আক্রান্তের হার শতকরা ৩৮ দশমিক ২৬ শতাংশ।

শুক্রবার (৯ জুলাই) সকালে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। গত ২৪ ঘণ্টায় ৫৬২টি নমুনা পরীক্ষায় ২১৫ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

শনাক্তের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৬৫ জন, বন্দর উপজেলায় ৫০ জন, রূপগঞ্জ উপজেলায় ৪২ জন, সদর উপজেলায় ২৮ জন, সোনারগাঁও উপজেলায় ২২ জন এবং আড়াইহাজার উপজেলায় ৮ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৯০ জন। এর মধ্যে মারা গেছেন ২২৮ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৬৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, এটি ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই দ্রুত বাড়ছে। আমাদের মধ্যে সচেতনতার অভাব আছে। তাই এই কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করছি আমরা। মনে রাখতে হবে, মৃত্যু শুরু হলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। তখন সামাল দেওয়া কষ্টকর হবে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।