ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

এক চক্রের মাধ্যমেই বাজারে আড়াই কোটি টাকার জাল স্ট্যাম্প!

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, জুলাই ৮, ২০২১
এক চক্রের মাধ্যমেই বাজারে আড়াই কোটি টাকার জাল স্ট্যাম্প!

ঢাকা: পুরান ঢাকার নিজস্ব কারখানায় আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করে আসছিল একটি চক্র। তারা ৪ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি করে আসছে মাত্র ৩২ হাজার টাকায়।

ইতোমধ্যে প্রায় আড়াই কোটি টাকারও বেশি মূল্যের এই জাল রেভিনিউ স্ট্যাম্প-কোর্ট ফি বাজারে ছড়িয়ে দিয়েছে চক্রটি।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে কোতয়ালি থানাধীন তাঁতিবাজার এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের দুই সদস্য আ. রহমান হাওলাদার (২২) ও মো. আবুল কালাম শিকদারকে (৩৩) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

এসময় তাদের কাছ থেকে তাদের কাছ থেকে ৬১ লাখ ৫৬ হাজার টাকা সমমূল্যের ৪০ হাজার ৮০০টি ২০ টাকার জাল বাংলাদেশ কোর্ট ফি ও ৫ লাখ ৩৪ হাজারটি ১০ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসে সরকারি রেভিনিউ স্ট্যাম্প ও বাংলাদেশ কোর্ট ফি তৈরির কথা থাকলেও তারা নিজেদের কারখানায় জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি তৈরি করতো। এই চক্রটি ৪ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি করতো মাত্র ৩২ হাজার টাকায়। চক্রটি ইতোমধ্যে প্রায় আড়াই কোটি টাকার জাল স্ট্যাম্প ও কোর্ট ফি বাজারে ছেড়ে দিয়েছে।

আটকরা একটি সংঘবদ্ধ জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুত এবং বিপণনকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে জাল কোর্ট ফি ও জাল রেভিনিউ স্ট্যাম্প প্রস্তত ও সরবরাহ করে আসছিল।

আটক আ. রহমান হাওলাদারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ২ কোটি ১১ লাখ টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও জাল কোর্ট ফি তৈরি ও সরবরাহের দায়ে একটি মামলা রয়েছে। আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।