ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

ত্রাণ নিয়ে ঘরে ঘরে সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, জুলাই ৮, ২০২১
ত্রাণ নিয়ে ঘরে ঘরে সেনাবাহিনী

কুমিল্লা: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নের পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী নিয়মিত বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া।

বৃহস্পতিবার (০৮ জুলাই) এরই ধারাবাহিকতায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের বিভিন্ন গ্রামে অসহায় ও দুস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মো. সাব্বির হাসান।

 

এ সময় ক্যাপ্টেন আজিজুল হাকিম প্রিন্সসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপহার প্যাকেটের মধ্যে ১৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ লিটার ভোজ্য তেলসহ খাদ্য সামগ্রী দেওয়া হয়।

জেলাজুড়ে বিভিন্ন সড়কে করোনা ভাইরাস মহামারিতে মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভসসহ নানা স্বাস্থ্য উপকরণ বিতরণ করে সেনাবাহিনী।

এছাড়া জেলার সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষের কার্যালয়ে এক মতবিনিয়ম সভায় সেনাবাহিনী অংশ নেয়।

মতবিনিয়ম সভায় কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের ক্যাপ্টেন আবরার ফায়িজ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১ 
এসএইচডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।