সাভার (ঢাকা): সাভারে আশুলিয়ায় জিরাবো এলাকায় লরি চাপায় মো. সাদেকুল (৬৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবোর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেকুল জয়পুরহাট জেলায় পাঁচবিবি থানায় আমিরপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় ভাড়া থেকে রিকশা চালাতেন।
পুলিশ জানায়, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকায় রিকশা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল সাদেকুল। এসময় (ঢাকা মেট্রো ঢ-৮১-০২৬৬) একটি লরি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লরিটি আটক করা হয়েছে। এছাড়া পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
এমএস/কেএআর