ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

ট্রাকচাপায় প্রাণ গেল দুই কিশোরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, জুলাই ৭, ২০২১
ট্রাকচাপায় প্রাণ গেল দুই কিশোরের

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ট্রাকচাপায় দুই কিশোরের মৃত্যু হয়েছে।  

বুধবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলো- গাজীপুর সিটি করপোরেশনের  বাইমাইল এলাকার মৃত. মজিবুর রহমানের ছেলে সামির হোসেন (১৬) ও একই এলাকার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে মো. হাসান (১০)।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, মোটরসাইকেল নিয়ে সামির ও হাসান ঘুরতে বের হয়। এক পর্যায়ে তারা মোটরসাইকেল নিয়ে গাজীপুরের দিকে গিয়ে আবার ফিরে আসার পথে বাইমাইলের ‘ময়লার পাহাড়’ (স্থানীয়দের কাছে পরিচিত) এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।  

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত ইমরান জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।