ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ভোলায় ডাকাতি করতে এসে শিশুকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, জুলাই ৭, ২০২১
ভোলায় ডাকাতি করতে এসে শিশুকে হত্যার অভিযোগ

ভোলা: ভোলায় ডাকাতি করতে এসে ৩ মাস বয়সী একটি শিশুকে ডোবার পানিতে ফেলে হত্যার করেছে বলে অভিযোগ উঠেছে।
 
মঙ্গলবার (৬ জুলাই) মধ্যরাতে সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।


 
এ ঘটনায় বুধবার (৭ জুলাই) নিহত শিশুর মা শাহনাজ বেগম এবং বাবা মনজুর আলমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিষয়টি সন্দেহজনক বলে ধারণা পুলিশের।
 
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরমান হাসেন জানান, দিনমজুর ওই পরিবারটির অভিযোগ, রাতে তারা স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। একদল ডাকাত তাদের ঘরে ঢুকে শাহনাজ বেগমের হাত-পা বেঁধে রাখে।

এক পর্যায়ে শিশু সন্তানকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করলে শিশুটিকে ডোবায় ফেলে ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতরা। পরে ঘুম থেকে উঠে স্ত্রীকে হাত পা-অবস্থায় দেখতে পান মঞ্জুর। এ সময় ঘরে তার মাও ছিলেন।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, পুরো বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। তাই শিশুটির বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।