সিরাজগঞ্জ: কঠোর লকডাউনেও বিনা কারণে বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ১১৮টি মামলায় ১৫৯ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা সদরসহ ৯টি উপজেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে) মো. মাসুদুর রহমান বুধবার (৭ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে, বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ১১৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ১৫৯ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ১ লাখ ৩ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
আরএ