ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

রায়গঞ্জে কোরবানির পশুর হাট বন্ধ করলো প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, জুলাই ৬, ২০২১
রায়গঞ্জে কোরবানির পশুর হাট বন্ধ করলো প্রশাসন ...

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ঐতিহ্যবাহী চান্দাইকোনা গরু-ছাগলের হাটটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লার নেতৃত্বে অভিযান চালিয়ে হাটটি বন্ধ ঘোষণা করা হয়।

 

স্থানীয়রা জানায়, শনিবার ও মঙ্গলবার উপজেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা গরু-ছাগলের হাট বসতো। ঈদুল আযহায় হাজার হাজার কোরবানির পশু বেচাকেনা হয় এই হাটে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ সরেজমিনে এসে হাটটি বন্ধ করে দেন।  

এ সময় রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।  

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. রাজিবুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চান্দাইকোনা হাটটি ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।