ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে মাদরাসা-এতিমখানায় শুভসংঘের ত্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, জুলাই ৫, ২০২১
নীলফামারীতে মাদরাসা-এতিমখানায় শুভসংঘের ত্রাণ মাদরাসা-এতিমখানায় শুভসংঘের ত্রাণ

নীলফামারী: নীলফামারীর সদর উপজেলায় মাদরাসা ও এতিমখানায় ত্রাণ সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ।  

সোমবার (৫ জুলাই) ওই উপজেলার কিসামত দোগাছী বায়তুল আমান বাগে জান্নাত নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ সহায়তা দেওয়া হয়।

সহায়তা পেয়ে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার জন্য বিশেষ দোয়া করেছে শিক্ষার্থীরা।

এ সময় দোয়ায় অংশ নেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, নীলফামারী জেলা শুভসংঘের সভাপতি অধ্যক্ষ আনোয়ার হোসেন, কালের কণ্ঠের নীলফামারি প্রতিনিধি ভুবন রায় নিখিল, মাদরাসার উপদেষ্টা মজিবুর রহমান ও আবুয়াল হোসেন, সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, কোষাধ্যক্ষ আবদুস সোবাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।