নীলফামারী: এবারের কোরবানির ঈদে আকর্ষণ কাশ্মীরি খাসি। নীলফামারীর ডোমারে লালন পালন করা হয়েছে এই কাশ্মিরী খাসিটি।
ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের আঠিয়াবাড়ি কাচারীপাড়া এলাকার রতন চক্রবর্তী দুই বছর চার মাস ধরে লালন পালন করছেন খাসিটি। ৯৬ কেজি ওজনের খাসিটির খাদ্য তালিকায় রয়েছে ঘাস, খড়, ভুষি, চোকর, ফিড, জোবা, পাতা প্রভৃতি।
খাসিটির গায়ের রং মেরুন। অনেক উঁচুতে থাকা গাছের লতাপাতাও খেতে পারে। করোনাকালে হাটবাজার বন্ধ থাকায় খাসিটি বিক্রি নিয়ে চিন্তায় পড়েছেন রতন।
ডোমারের সাংবাদিক মোজাফফর আলী জানান, কাশ্মীরি খাসিটি দেখতে আনেকটা রাম ছাগলের মতো। তবে স্বভাব ও চরিত্রে কিছুটা বৈশিষ্ট রয়েছে। এই খাসিটি দেখার জন্য এলাকার মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
এনটি