ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলাদেশকে কোভিড প্রতিরোধ সামগ্রী উপহার দিলো জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, জুলাই ৪, ২০২১
বাংলাদেশকে কোভিড প্রতিরোধ সামগ্রী উপহার দিলো জাপান

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে তিন লাখ ৪০ হাজার পিপিই উপহার দিয়েছে জাপান।  

রোববার (৪ জুলাই) জাপান দূতাবাস এ তথ্য জানায়।

জাপান ও এশিয়া-ইউরোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই উপহার হস্তান্তর করা হয়। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মুহম্মদ খুরশীদ আলমের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

জাপানের দেওয়া উপহারের মধ্যে রয়েছে ৩০ হাজার গাউন, ২ লাখ সার্জিক্যাল মাস্ক, ৮ হাজার রেস্পিরেটর মাস্ক, ২ হাজার গগলস ও এক লাখ গ্লাভস।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, করোনার এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকতে পেরে আমরা সন্তুষ্ট। বাংলাদেশ এই কঠিন সময় অতিক্রম করবে বলে প্রত্যাশা করে জাপান।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।