ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

কাকরাইল মোড়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, জুলাই ৪, ২০২১
কাকরাইল মোড়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে রাজধানীর কাকরাইল মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

রোববার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে এ অভিযান শুরু হয়।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘কঠোর লকডাউনে’ ঘর থেকে বের হওয়া মানুষদের তল্লাশি করা হচ্ছে। রাস্তায় বের হওয়ার কারণে তাকে আইনের আওতায় নিয়ে আসতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।