ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

তথ্যমন্ত্রীর উদ্যোগে ৬০০ অটোরিকশাচালক পেলেন খাদ্যসামগ্রী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, জুলাই ৩, ২০২১
তথ্যমন্ত্রীর উদ্যোগে ৬০০ অটোরিকশাচালক পেলেন খাদ্যসামগ্রী

ঢাকা: করোনা ভাইরাসের কারণে ‘লকডাউনে’ বেকার হয়ে পড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৬০০ অটোরিকশাচালক তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের উদ্যোগে খাদ্যসামগ্রী পেয়েছেন।

শনিবার (৩ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ৮টি সিএনজি অটোরিকশাচালক সমিতির নেতাদের হাতে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট হস্তান্তর করা হয়।

তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন এসব খাদ্যসামগ্রী বিতরণ করে।  

এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা মাস্টার আবদুর রউফের সভাপতিত্বে ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সাংবাদিক জিগারুল ইসলাম জিগার, কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, হালিম আব্দুল্লাহ, বদিউল খায়ের লিটন চৌধুরী, সিএনজি অটোরিকশাচালক মো. ইয়াকুব, নুরুল আজিম মনু, মো. আকতার প্রমুখ।

মাস্টার আবদুর রউফ জানান, গত বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে তথ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ার প্রায় ৫০ হাজার পরিবারে খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়। এবারও প্রথম পর্যায়ে ‘লকডাউনের’ কারণে বেকার উপজেলার ৮টি সিএনজি অটোরিকশাচালক সমিতির সদস্যদের মধ্যে ৬০০ প্যাকেট খাদ্যসামগ্রী সহায়তার প্যাকেট বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ ও চিনিসহ ২৫ কেজির নিত্যপণ্য রয়েছে। ‘লকডাউনের’ কারণে সৃষ্ট সঙ্কটে পড়া রাঙ্গুনিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ-অসহায়দের মধ্যে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

এদিকে ত্রাণ পেয়ে সিএনজি অটোরিকশাচালকরা তথ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে বলেন, ‘লকডাউনের’ তিন দিনের মাথায় এভাবে সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোতে অন্তত এ দুঃসময়ে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে না।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ