গাজীপুর: করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘লকডাউনে’র মধ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ ইসমাত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ইউএনও ইসমত আরা জানান, কাপাসিয়া উপজেলা শহরে এক বাসায় মো. রফিকুল ইসলাম শুক্রবার রাতে তার মেয়ের বাল্যবিবাহ আয়োজন করেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ‘লকডাউনে’ সরকারি নির্দেশনা অমান্য করে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবা রফিকুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এ বিয়ে না দেওয়ার জন্য মেয়ে পক্ষ ও ছেলে পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
আরএস/আরআইএস