সাতক্ষীরা: গভীর সুন্দরবনে অভিযান চালিয়ে ২০ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারী জব্বার গাজীকে আটক করেছে বনবিভাগ।
শুক্রবার (২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবনের ধলের খালের মুখ থেকে তাকে আটক করা হয়।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী স্টেশন অফিসার মোবারক হোসেনের নেতৃত্বে একটি টিম ধলের খালে অভিযান চালিয়ে কুখ্যাত চোরা শিকারী জব্বার গাজীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। বন আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
আরএ