নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার সতিহাট এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন আম ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (০৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
খলিল রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে এবং শরিফুল কুষ্টিয়া জেলার বাসিন্দা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে সুতিহাট এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আম ব্যবসায়ী নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
এসআরএস