ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

‘লকডাউনে’ বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ১০২ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০২, জুলাই ৩, ২০২১
‘লকডাউনে’ বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ১০২ জনের জরিমানা

সিরাজগঞ্জ: কঠোর ‘লকডাউনে’ও বিনা কারণে বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ৭৫টি মামলায় ১০২ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জেলা সদরসহ নয়টি উপজেলায় ১৪টি ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা ও জরিমানা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে) মো. মাসুদুর রহমান জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ মানাতে বৃহস্পতিবার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ১৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরাসহ বিভিন্ন অভিযোগে ৭৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১০২ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ১৫ হাজার ৩৮০ টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, জুলাই ২, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ