ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

মডার্নার ১২ লাখ ডোজ টিকা দেশে এসেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৭, জুলাই ২, ২০২১
মডার্নার ১২ লাখ ডোজ টিকা দেশে এসেছে

ঢাকা: শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ১২ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে।

শুক্রবার (২ জুলাই) রাতে স্বাস্থ্যমন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী দু’দিনের মধ্যে মডার্না-সিনোফার্মার ৪৫ লাখ টিকা দেশে আসছে।
 
'আগামীকাল শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মর্ডানার ১২ লাখ টিকা পৌঁছাবে। আমরা সেটা গ্রহণ করব। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মার ১১ লাখ টিকাও পৌঁছাবে, আমরা সেটাও গ্রহণ করব,' যোগ করেন মন্ত্রী।
 
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘পরের দিন অর্থাৎ শনিবার (৩ জুলাই) মর্ডানার আরও ১৩ লাখ টিকা রাত সাড়ে ৮টায় দেশে পৌঁছাবে। এদিন ভোর ৫টায় সিনোফার্মার আরও নয় লাখ টিকা দেশে আসবে। অর্থাৎ দু’দিনে মর্ডানা ও সিনোফার্মার এ দুই ধরনের টিকা দেশে এলে আমরা মোট ৪৫ লাখ টিকা পেয়ে যাব। এর পরেই আমরা টিকাদান কর্মসূচি শুরু করে দিতে পারব। ’

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
পিএস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।