বাগেরহাট: বাগেরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় দুই ট্রলারমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে সমুদ্র থেকে মাছ আহরণ করে আসার পথে মোরেলগঞ্জ পানগুছি নদীতে অভিযান চালিয়ে এফ বি মা ও এফবি সীমা নামের দুই ট্রলার জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এফবি মা ও এফবি সীমা নামক দু’টি ট্রলার সাগর থেকে মাছ আহরণ করে বিক্রির উদ্দেশে বাগেরহাট যাচ্ছিল। কোস্টগার্ড সদস্যরা পানগুছি নদীতে অভিযান চালিয়ে ট্রলার দু’টি আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এফ বি মা ট্রলারের মালিক সেলিম চৌধুরী ও এফবি সীমা ট্রলারের মালিক হাফিজুর রহমানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির আট থেকে ১০ মণ মাছ নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে বিক্রির ৮০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এসআই