ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

অপরাধ ট্রাইব্যুনালের মামলার সাক্ষী আবদুর রশীদ আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জুলাই ১, ২০২১
অপরাধ ট্রাইব্যুনালের মামলার সাক্ষী আবদুর রশীদ আর নেই আবদুর রশীদ ভূঁইয়া

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রশীদ ভূঁইয়া (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শারীরিক অসুস্থতা জনিত কারণে বুধবার (৩০ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

আবদুর রশীদ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের মামলার সাক্ষী ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।  

তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা যুদ্ধ অপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবীব রেজা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খায়রুলসহ অন্যান্য নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ০১, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।