ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে করোনায় মারা গেলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুন ৩০, ২০২১
কিশোরগঞ্জে করোনায় মারা গেলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মোহাম্মদ ফজলুল হক

কিশোরগঞ্জ: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, মোহাম্মদ ফজলুল হক ২০১৬ সালের ১৭ নভেম্বর কিশোরগঞ্জ সদর উপজেলায় যোগদান করেন। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর গত ২৩ জুন থেকে তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থীসহ পরিচিত সব মহলে শোকের ছায়া নেমে আসে।

বুধবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভবানীপুর গ্রামের নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ৩০, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad