ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ২৫, ২০২১
মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুর ১২ নম্বরে লিফটের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন সর্দার (২২) নামে এক যুবক মারা গেছেন।

শুক্রবার (২৫ জুন) বেলা ২টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশন ডিওএইচএস এলাকায় নির্মাণাধীন ভবনের ৮ তলায় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী নাছির উদ্দিন জানান, তারা মিরপুর ১২ নম্বর সেকশনের ডিওএইচএস এলাকায় একাত্তর ডেভলপার কোম্পানির  নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন।  দুপুরে শাওন লিফটের উপরে উঠে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার সময় বিদ্যুৎপৃষ্ট হন। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।

নাছির আরও জানান, শাওনের বাড়ি বরিশাল জেলার গৌরনদি উপজেলায়। বাবার নাম বাবুল সর্দার। তিনি মুগদা মানিকনগর এলাকার একটি মেসে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শাওনের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।