ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় বাসচালকসহ ৫ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ২৫, ২০২১
পাকুন্দিয়ায় বাসচালকসহ ৫ জনকে জরিমানা ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসচালকসহ পাঁচ জনকে দুই হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ জুন) দুপুরে পাকুন্দিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানা পুলিশ সদস্যরা।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলমের নির্দেশে শুক্রবার দুপুরে পাকুন্দিয়া পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে বাসচালকসহ পাঁচ জনকে দুই হাজার ৯০০ টাকা জরিমানা করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১২০ জনের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ