ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘দেশের মানুষ দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ২৫, ২০২১
‘দেশের মানুষ দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধামরাই স্টুডেন্ট ফোরাম (ডিউডিএসএফ) আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): ‘দেশের মানুষ, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধামরাই স্টুডেন্ট ফোরাম (ডিউডিএসএফ) আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুন) বেলা ১২ টার দিকে ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে কলেজের একটি কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় কর্মসূচির উদ্বোধনী বক্তব্য দেন ডিউডিএসএফ এর প্রধান উপদেষ্টা, খান এসোসিয়েটসের সিইও এবং গুলশান কর্মাস কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট আ. রাজ্জাক খান রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা মোতালিব আলি মোমিন।

সেমিনার শেষে বিভিন্ন ফলজ ও বনজ পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন- ডিইউডিএসএফ এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এমএ ইসলাম আরিফ, উপদেষ্টা কাজী জহিরুল ইসলাম মিলন, সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল বাতেন, ইমরান হোসেন, মুঞ্জুরুল ইসলাম মুঞ্জুসহ ডিউডিএসএফ সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধরা।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুন ২৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।