ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘রপ্তানির চেয়ে টিকা কর্মসূচীতেই জোর দিচ্ছে ভারত’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জুন ২৫, ২০২১
‘রপ্তানির চেয়ে টিকা কর্মসূচীতেই জোর দিচ্ছে ভারত’

ঢাকা: করোনা প্রতিরোধে ভারত এখন রপ্তানির চেয়ে টিকাকরণ কর্মসূচীতেই জোর দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।

বৃহস্পতিবার (২৪ জুন) দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

একজন সাংবাদিকের প্রশ্নোত্তরে অরিন্দম বাগচী বলেন, ভারতের টিকা রপ্তানি নীতি খুবই স্পষ্ট। বিদেশে ভারত টিকা পাঠাতে পারব কিনা সেটা মূলত তা দুইটা বিষয়ের ওপর নির্ভর করছে। প্রথমত কী পরিমাণ টিকা আমরা পাচ্ছি, আর দ্বিতীয়ত দেশের অভ্যন্তরে টিকা দান কর্মসূচীতে আমাদের কত টিকার প্রয়োজন হচ্ছে।

উল্লেখ্য, ভারতের কয়েকটি গণমাধ্যমে খবর বেরিয়েছে, জুলাই- আগস্ট মাসে প্রতিবেশী দেশগুলোতে টিকা রপ্তানি করতে পারে মোদী সরকার। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীর কাছে এমন প্রশ্ন রাখা হয়।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, জুন ২৫, ২০২১
টিআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।