ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ীতে কালের কণ্ঠ শুভসংঘের খাদ্য সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুন ২৪, ২০২১
ফুলবাড়ীতে কালের কণ্ঠ শুভসংঘের খাদ্য সহায়তা কালের কণ্ঠ শুভসংঘের খাদ্য সহায়তা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৩০০ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিলো কালের কণ্ঠ শুভসংঘ। সহায়তা পাওয়া পরিবারগুলোর অধিকাংশই নদী ভাঙন ও করোনায় ক্ষতিগ্রস্ত।

বৃহস্পতিবার (২৪ জুন) ধরলা পারের বড়ভিটা ইউনিয়নে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. নুর ইসলাম শেখ, শিক্ষক ও গীতিকার তৌহিদ উল ইসলাম, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বর আলী, প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফুলবাড়ী উপজেলার শুভসংঘের সাধারণ সম্পাদক নূর নবী মিয়া।

এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান খয়বর আলী বাংলানিউজকে বলেন, করোনা ও নদী ভাঙনে এই এলাকার মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত। তার ওপর দিনমজুরদের হাতে কাজ নেই। এ সময়ে কালের কণ্ঠ শুভসংঘের এই সহায়তা হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।

প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি করে ডাল, আটা ও এক লিটার সোয়াবিল তেল সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ