ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঠালিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় কলেজছাত্র নিহত

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুন ২৩, ২০২১
কাঠালিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় কলেজছাত্র নিহত

ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যকার সংঘর্ষে আরিফ হোসেন (২২) নামে এক কলেজছাত্র মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি তিন জনকে আটক করেছে।

বুধবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে মরদেহের ময়নাতদন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়। পরে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছে পুলিশ।

নিহত আরিফ হোসেন উপজেলার ছোনউটা গ্রামের শিক্ষক শাহ আলম আকন লাল মিয়ার ছেলে এবং বাগেরহাট সরকারি পিসি কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ছোনাউটা কেরাত আলী দাখিল মাদ্রাসার সংলগ্ন স্থানে পিকনিকের আয়োজন করেন উপজেলার আমুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মজিবর রহমানের সমর্থকরা। এ সময় পরাজিত মেম্বার প্রার্থী ফারুক মিয়ার কর্মী আলী হোসেন রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় মজিবর রহমানের সমর্থকরা তাকে আটকে রাখেন।

এ খবর পেয়ে ফারুক মিয়ার লোকজন আটক আলী হোসেনকে ছাড়াতে গেলে সংর্ঘষ বাঁধে। সংর্ঘষে ধারালো অস্ত্রসহ লাঠির আঘাতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।

এদের মধ্যে গুরুতর আহত হন—আরিফ হোসেন (২২), আ. মালেক (৬০), আলিম সিকদার (৬০), সরিফুল ইসলাম (২৬), ইব্রাহীম আকন (২৫), শাহ আলম আকন (৬০), শাহনাজ পারভীন (৫০) ও সোহরাফ হোসেন আকন (৫৫)।

গুরুতর অবস্থায় কলেজছাত্র আরিফ হোসেন ও আলিম সিকদারকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে আরিফ হোসেনের মৃত্যু হয়।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহত আরিফের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

বাংলা‌দেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুন ২৩, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ