ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুন ২৩, ২০২১
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

গাজীপুর: গাজীপুরে পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়ুন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

হুমায়ুন নেত্রকোনার পূর্বধলা থানার কাঠাবোকা এলাকার তারা মিয়ার ছেলে।

বুধবার (২৩ জুন) গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর চা বাগান এলাকায় মো. নাজিম উদ্দিনের বাড়িতে পরিবারে সঙ্গে ভাড়া থাকতো হুমায়ুন। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশে শ্রী শ্রী মাধব মন্দিরের সামনে অস্থায়ী দোকানে বাবার সঙ্গে চা বিক্রি করতো সে। দুইদিন ধরে বৃষ্টিপাতের কারণে তাদের চায়ের দোকান বন্ধ রয়েছে। দোকান বন্ধ থাকায় বুধবার হুমায়ুন স্থানীয় রাজমিস্ত্রি খাইরুল ইসলামের সঙ্গে মাধব মন্দিরের সামনে রাজমিস্ত্রির কাজে যায়। একপর্যায়ে সেখানে থাকা পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় হুমায়ুন। তাৎক্ষণিকভাবে হুমায়ুনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হুমায়ূনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২৩, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।