ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করাইল বস্তিতে গণস্বাস্থ্যের চিকিৎসা সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুন ২৩, ২০২১
করাইল বস্তিতে গণস্বাস্থ্যের চিকিৎসা সহায়তা

ঢাকা: রাজধানীর বনানীতে অবস্থিত করাইল বস্তিতে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দিয়েছে বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র।

বুধবার (২৩ জুন) সকাল ১১টা থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এসময় গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ চিকিৎসা টিমের পক্ষ থেকে রিকশা ও ভ্যানচালক, ফেরিওয়ালা, ফুটপাতের ছোট দোকানদারের ‘বিশেষ গণস্বাস্থ্যবীমা ও খাদ্য সহায়তা কর্মসূচির’ আওতায় চিকিৎসা সেবা দেওয়া হয়। কলেজছাত্রদের সামাজিক সংগঠন, খুশির ঠিকানা (আমাদের খুশি তোমাদের মাঝে) সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এসময় চিকিৎসা সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, খুশীর ঠিকানা সংগঠনের নাইম আহসান, সহন, নাইম তালুকদার, শাহাজালাল সিয়াম, জোনায়েদ হোসেন ফারহান, জারিফ আজাদ নাফি, জিয়াদ রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ২৩, ২০২১
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।